নাটোরে নিজের ঘরে মিললো যুবকের গলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২৪

নাটোরের বড়াইগ্রাম নিজের ঘর থেকে লিটন হোসেন (৪৫) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

লিটন ওই গ্রামের মৃত রুস্তম আলী ডাক্তারের একমাত্র ছেলে।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী বলেন, লিটন একাই ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে প্রতিবেশীরা তাকে দেখতে পায়নি। শুক্রবার দুপুরে অপর প্রতিবেশী নাসির ফকির তার ভুট্টার জমিতে সার দিতে গিয়ে দুর্গন্ধ পায়। পরে জানালা দিয়ে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত করণে তার মৃত্যু হয়েছে।

লিটনের ভাতিজা বেলাল হোসেন বলেন, চাচার ছেলে সোমবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করে চাটমোহর চলে যায়। এরপর আর চাচাকে দেখা যায়নি। কেন এমটা হলো বুঝা যাচ্ছে না।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।