ঈশ্বরদীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৬ মার্চ ২০২৪

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোকুলনগরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত তিনজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) মারা যান। মিজানুর রহমান মিজান (১৫) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।