বেতন বকেয়া রেখেই স্টিল মিল বন্ধ, সড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৮ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়েই স্টিল মিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আদমজী-চাষাঢ়া সড়ক অবরেধ করে আন্দোলন করেছে শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগ ও পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে তারা এ আন্দোলন করেন। প্রায় আধা ঘন্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

বেতন বকেয়া রেখেই স্টিল মিল বন্ধ, সড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতেন। দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এ বেতন পরিশোধ না করেই ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। তাই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে চেষ্টা করেও শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেতন বকেয়া রেখেই স্টিল মিল বন্ধ, সড়ক অবরোধ করে শ্রমিকদের আন্দোলন

ঘটনাস্থলে আসা নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশের (অঞ্চল-৪) উপপরিদর্শক (এএসআই) ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিলো। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এ আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।