ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৯ মার্চ ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেঘলা আক্তার নিলুফা (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গোপীনাথপুর ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেঘলা আখাউড়া উপজেলার গঙ্গাসগার (পশ্চিমপাড়া) এলাকার মো. মুসলিম মিয়ার মেয়ে। তিনি কসবার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।