চাঁপাইনবাবগঞ্জে অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি ফার্মেসি ও জর্দার দোকানে অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে তদারকি অভিযান চলাকালে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মাসুম আলী নেতৃত্ব দেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় সাত হাজার টাকা ও যথাযথভাবে পণ্যের মৌড়িকরণ না করায় একটি জর্দার দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মাসুম আলী জানান, মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থ রক্ষার্থে আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সোহান মাহমুদ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।