ফেনীতে গণইফতারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২০ মার্চ ২০২৪

ফেনী সরকারি কলেজ মাঠে গণইফতারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আহত শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন গণইফতার অনুষ্ঠানে হামলায় আহত শিক্ষার্থী ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের আবুল মোহাইমেন আজিম, সাইফুল ইসলাম প্রমুখ।

ফেনীতে গণইফতারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

আরও পড়ুন

এসময় তারা বলেন, ৭ রমজান ফেনী সরকারি কলেজে গণইফতার কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপু ও কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পুলিশ ও কলেজ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এতে সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার (১৮ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার কর্মসূচি পণ্ড করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের হামলায় সাত শিক্ষার্থী আহত হন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।