রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে সাসস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২১ মার্চ ২০২৪

রমজান উপলক্ষে যশোরে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে সামাজিক সচেতন সংস্থা সাসস।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে যশোর ডিবি কার্যালয়ের সামনে সুলভ মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করে এ সামাজিক সংগঠনটি। এখানে কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা।

জানা যায়, যশোরের বাজার সমূহে কেজি প্রতি ৭৫০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। সেখানে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করে সামাজিক সচেতন সংস্থা সাসস।

সংগঠনটি জিানায়, একজন ক্রেতা সর্বনিম্ন ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ দুই কেজি মাংস নিতে পারছে এখান থেকে। এছাড়াও রমজান উপলক্ষে সাসসের উদ্যোগে প্রতিদিন বাজারের চেয়ে কম দামে ডিম, লেবু, ডাব, বেগুন, শসাসহ বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে। দাম কম হওয়ায় ক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে পরিবারের জন্য মাংসসহ প্রয়োজনীয় পণ্য কিনছেন।

মাংস কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রোকনুজ্জামান জাগো নিউজকে বলেন, বাজারে কেউ কিছু বলে না। এর আগে আমরা তো ৫০০ টাকায়ও গরুর মাংস খেয়েছি। এখানে বাজার থেকে ১০০ টাকা কম দামে কিনতে পেরে ভালো লাগছে। আমাদের যে বেতন তা দিয়ে গরুর মাংসের কথা চিন্তাও করতে পারিনা।

আরেক ক্রেতা ইজিবাইক চালক মেহেদী হাসান রানা বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে তাই এক কেজি কিনলাম। দেখে খুব ভালো লাগছে যে গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জায়গায় কিনতে গেলে ৭৫০ টাকা লাগছে। এমন উদ্যোগ দেখে আমরা খুবই খুশি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক ও সাসসের প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম জানান, জেলা ডিবি পুলিশ কার্যালয়ের ২ নম্বর গেটে রমজানের শুরু থেকে সাসস যশোর শাখার উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রির জন্য একটি স্টল দেওয়া হয়। এতদিন ডিম-ডাবসহ কিছু জিনিস যেগুলো বাজারে বেশি দামে বিক্রি হয়, তা এখানে সংগঠনটির পক্ষ থেকে সুলভ মূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বাজার নিয়ন্ত্রণ করার জন্য ও মানুষকে উদ্বুদ্ধ করতে গরুর মাংসও কম মূল্যেও বিক্রি করা হচ্ছে।

মিলন রহমান/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।