কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৫ মার্চ ২০২৪

জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ১৮ দিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান। রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় জেলগেটে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা শ্রমিক দল নেতা আলহাজ্ব উদ্দীন, শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে গত ৬ মার্চ কালিয়াকৈর থানার একটি মামলায় (নং-২৭(১০)২৩) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।