পুলিশ পরিচয়ে ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ ৭ যুবক গ্রেফতার
নরসিংদীতে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ ৭ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের পোশাক, ১টি পিকাপ ভ্যান, হ্যান্ডকাফ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুর ৩টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম)।
গ্রেফতাররা হলেন, নাদিম হোসেন (২৯), তোহা মীর শাওন (৩৮), অন্তর (২৮), আল আমিন (২৫), মামুন (২৯), সোহেল (৩৫), ইলিয়াছ (২৩)। তারা নারায়নগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান জানান, ১৫ মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। রাত ১০টার দিকে ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকার থাকা ৭-৮ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। পরে ট্রাক ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নেয় তারা। পরে ডাকাত দল তেল বোঝাই ট্রাকটি লুট করে নেয়। রাত সাড়ে ৪টার দিকে ট্রাক চালক ও হেলপারকে হাত ও মুখ বেঁধে নরসিংদী মাধবদীর ডাঙ্গা রোডের একটি ব্রিক ফিল্ড এর সামনে ফেলে রেখে যায় ।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবপুর থানায় মামলা হলে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তথ্য যুক্তির সহায়তায় অভিযুক্তদের নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জড়িত সাতজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, লুণ্ঠিত তেল বিক্রির দুই লাখ টাকা, লুণ্ঠিত তেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা করা হয়েছে।
সঞ্জিত সাহা/এনআইবি/এএসএম