সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৫ মার্চ ২০২৪

কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে আলাদা দুই মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। উপ-পরিচালক জাহাঙ্গীর আলম মামলা দুটি করবেন।

সোমবার (২৫ মার্চ) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, কমিশন থেকে ২০ মার্চ এ বিষয়ে আলাদা দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। বগুড়া থেকে মামলা দুটি করা হবে।

আসামিদের বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সাবেক এ এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার (২৬ মার্চ) মামলা করা হতে পারে জানা গেছে।

রেজাউল করিম বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এলবি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।