উড়াল সড়কের বালুর স্তুপে মিললো যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৬ মার্চ ২০২৪
ফাইল ছবি

বিআরটি প্রকল্পের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর কাজের জন্য রাখা খোয়া-বালুর মিশ্রিত স্তুপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শ্রমিকরা খোয়াবালুর কাজ করতে গেলে মরদেহটি বেরিয়ে আসে।

পুলিশ বলছে খোয়া ও বালুর মধ্যে কে বা কারা মরদেহটি রেখে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে একটি মোবাইল ফোন পাওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার কাজ চলছে। এজন্য প্রতিদিনই খোয়া বালু এনে ফ্লাইওভারের নিচে রাখা হয়। সোমবার রাতেও খোয়া বালু এনে রাখা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে শুরু করলে মরদেহ বেরিয়ে আসে। পরে শ্রমিকরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার নিচে রাখা খোয়া বালুর স্তুপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়না ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।