কচুরিপানা আনতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কচুরিপানা আনতে গিয়ে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলো।

এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে যায়। এসময় পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে অনেক খুঁজাখুঁজি পর এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।