ঘুরতে গিয়ে বুড়িগঙ্গায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৮ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ডুবে ইরফান হোসেন সিয়াম (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নদীতে নিখোঁজ সিয়ামের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে।

সিয়াম মাসদাইর এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে মাসদাইর এলাকার শাহিন স্কুল অ্যান্ড একাডেমির ৮ম শ্রেণির ছাত্র ছিল।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের টিম খোরশেদের সদস্য রানা মুজিব বলেন, বুধবার বিকেলে সিয়াম বক্তাবলী এলাকায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, রাতে নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমাকে নিখোঁজের বিষয়টি জানিয়েছিলেন। ঢাকা অফিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।