অনুপ্রবেশের দায়ে আটক, ৫ বছর পর দেশে ফিরে গেলেন দিপক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ মার্চ ২০২৪

পাঁচ বছর পর ভারতীয় নাগরিক দীপক কুমারকে (৩৩) আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গার দর্শনা এবং ভারতের গেদে বন্দরের শুন্য রেখায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন, কাস্টমস ও থানা পুলিশের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

দীপক কুমার ভারতের বিহার রাজ্যের সামস্তীপুর জেলার মনিহারপুর গ্রামের বাসিন্দা। হস্তান্তরকালে দীপকের বাবা রাম নরেশ ঠাকুর এবং দুলাভাই গৌরব কুমার উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার এনামুল কবির, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিক, কাস্টমস কর্মকর্তা জাহিদুজ্জামান, শরীফ উদ্দিন, দর্শনা থানার (এস আই) ফাহিম হোসেন, চেকপোস্টের (এএসআই) মোমিন প্রমুখ।

ভারতের পক্ষে ছিলেন ১৩২ বিএসএফ সীমানগর ব্যাটালিয়নের স্টাফ অফিসার মেজর পি নাগা রঞ্জন, গেঁদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি বিতাশী, গেদে ইমিগ্রেশন ইনচার্জ জিসি দে, কাস্টমস কর্মকর্তা রামাতার পি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এএসআই তন্ময় দাস, ডিআইবি সাধন মণ্ডল ও নব কুমার চক্রবর্তী, রেডক্রস প্রতিনিধি চিত্তরঞ্জন প্রমুখ।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক আতিক জাগো নিউজকে জানান, দীপক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে প্রায় পাঁচ বছর পিরোজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজার মেয়াদ শেষ হলে ২০২৩ সালের ১৮ অক্টোবর প্রত্যাবসনের জন্য তাকে চুয়াডাঙ্গা কারাগারে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে দীপক কুমারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হুসাইন মালিক/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।