চাকমা রাজমাতা আরতী স্কয়ার হাসপাতালে ভর্তি
গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়ের মাতা রাণী আরতী রায়।
রাজা দেবাশীষ রায়ের ব্যক্তিগত সহকারী সুব্রত চাকমা জানান, রাজমাতা আরতী রায় হঠাৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার রাজমাতাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে রাঙ্গামাটি থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। রাজমাতা আরতী রায় প্রয়াত রাজা ত্রিদিব রায়ের সহধর্মিণী। বর্তমানে তার বয়স ৮৩ বছর।
রাজমাতা আরতী রায়ের ছেলে বর্তমান চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় দেশের বাইরে অবস্থান করছেন। অসুস্থ রাজমাতার চিকিৎসায় দেখভাল করছেন দেবাশীষ রায়ের সহধর্মিনী রাণী ইয়েন ইয়েন রায়।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এবিএস