স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : নৈশ প্রহরীর জেল
লালমনিরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের দফতরি কাম-নৈশ প্রহরী রবিউল ইসলামকে (২৬) তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জহুরুল ইসলাম এ রায় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার মহিষাশহর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। পরে দুপুর ২টার দিকে মহিষাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম-নৈশ প্রহরী রবিউল ইসলাম এক ছাত্রীকে স্কুলের পাশেই ডেকে নিয়ে গিয়ে কু-প্রস্তাব দেয়। এতে ওই স্কুলছাত্রী রাজি না হওয়ায় তার হাত ধরে টানা হেঁচড়া করে রবিউল। একপর্যায়ে মেয়েটির চিৎকারে এলাকাবাসী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা ছুটে এসে তাকে আটক করে।
উত্তেজিত জনতা ওই নৈশ প্রহরীর শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) জহুরুল ইসলাম রবিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রবিউল হাসান/এআরএ/পিআর