দুর্ঘটনাকবলিত পিকআপে মিললো ৭৭০ বোতল ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৪
উদ্ধার করা ফেনসিডিল

চুয়াডাঙ্গায় দুর্ঘটনাকবলিত এক পিকআপ ভ্যান থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মার্চ) শহরের সিঅ্যান্ডবি পাড়া থেকে পিকআপটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চুয়াডাঙ্গা হয়ে ফেনসিডিলের এক চালান পাচার হবে। এমন তথ্য পেয়ে ওসি শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে জেলার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালায় থানা পুলিশের এসআই মেফাউল হাসানসহ ফোর্স। এসময় সন্দেহজনক একটি পিকআপ সড়কের পাশে চালকবিহীন ও দুর্ঘটনাকবলিত অবস্থায় পাওয়া যায়। পরে ওই পিকআপ জব্দ করে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

হুসাইন মালিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।