নেত্রকোনায় অটোরিকশা উল্টে চালক নিহত


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর নামক স্থানে শনিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মামুন (৩২) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের গ্রাম পুলিশ সিদ্দিক মিয়ার ছেলে।

নেত্রকোনা জেলা ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া জাগো নিউজকে জানান, নেত্রকোনা থেকে মনাং যাওয়ার পথে মদনপুর শাহ্ সুলতান ডিগ্রি কলেজের সামনে অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় চালক মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামাল হোসাইন/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।