ফেনীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০২ এপ্রিল ২০২৪

মাদকের সন্ধানে গিয়ে ফেনীতে অস্ত্রসহ ইউসুফ শিমুল (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ফেনীর দাগনভূঞা পৌরসভার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার শিমুল ওই এলাকার কালা মিয়া সওদাগর বাড়ির আবুল হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলায় মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় আবুল হোসেনের ঘর থেকে দেশে তৈরি একটি ফাইভগান ও সাতটি গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা শিমুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জাগো নিউজকে বলেন, অস্রসহ গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।