শ্বশুরের পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেলো জামাইয়ের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৩ এপ্রিল ২০২৪

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামে ফোরকান শেখের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ঈশ্বরদী পৌর শহরের পূর্বটেংরী গোরস্থান এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি শহরের রেলগেট এলাকায় ফলের ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাসুদ রানা তার শ্বশুরবাড়িতে যান। সাঁতার না জানায় শ্যালককে সঙ্গে নিয়ে কলাগাছের সাহায্যে পুকুরে নামেন সাঁতার শিখতে। সাঁতার শেখার এক পর্যায়ে মাঝ পুকুরে হঠাৎ কলাগাছ তার হাত থেকে ফসকে গেলে রানা পুকুরে তলিয়ে যান। এ সময় তার শ্যালক এবং পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন পুকুর থেকে রানাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ মহসীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।