ঈশ্বরদীতে বইছে তাপপ্রবাহ, ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি বছরে এটি ঈশ্বরদীর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

বুধবার (৩ এপ্রিল) ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষণ নাজমুল হক রঞ্জন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে তীব্র রোদ ও অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে ওঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রিকশা চালক, কুলি ও নিম্ন আয়ের দিনমজুর শ্রেণীর মানুষ।

ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম সেডে রেলের মালামাল খালাসের কাজে নিয়োজিত কুলি আবুল কালাম বলেন, তীব্র রোদে বাতাস গরম হয়ে যাচ্ছে। শরীর দিয়ে প্রচন্ড ঘাম ঝরছে। কাজ করতে খুব কষ্ট হচ্ছে।

ঈশ্বরদীতে বইছে তাপপ্রবাহ, ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস

শহরের স্টেশন রোডের যাত্রীর অপেক্ষা দাঁড়িয়ে থাকা রিকশা চালক আব্দুস সামাদ জাগো নিউজকে বলেন, প্রচন্ড রোদে সড়ক উত্তপ্ত। রাস্তায় রিকশা চালানো কষ্ট হয়ে যাচ্ছে।

আরামবাড়িয়া বাজারের ফার্নিচার মিস্ত্রি আমছের আলী বলেন, আমরা এখানে চুক্তিতে কাঠের আসবাবপত্র তৈরির কাজ করি। আজ প্রচন্ড গরমে ভালভাবে কাজ করতে পারছি না। তাই পর পর বসে বিশ্রাম নিচ্ছি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষণ নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীসহ পাশ্ববর্তী এলাকায় মাঝারি তাপপ্রবাহ বইছে। সোমবার (১ এপ্রিল) ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ মাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শেখ মহসীন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।