বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, যুবক নিহত
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে মাজহারুল ইসলাম বাবলু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভূইগড় এলাকায় লিংক রোডে এই ঘটনা ঘটে।
নিহত মাজহারুল ইসলাম বাবলু কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নয়াকান্দি এলাকার জাহেদ আলীর ছেলে। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) কর্মরত বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জাগো নিউজকে বলেন, মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিলো। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী অটোরিকশা ওই বাসের পেছনে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পেরেছি বাবলু নামে এক যাত্রী মারা গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি।
মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম