বেতন-বোনাস দাবি

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৫ এপ্রিল ২০২৪
পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরে নারায়ণগঞ্জ জেলা শিল্পাঞ্চল পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চায়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে নারায়ণগঞ্জ পুলিশের অ্যাডিশনাল এএসপিসহ অন্তত ১২ জন আহত হন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ওই কারখানার বেতন বকেয়া রয়েছে। মার্চে মালিকপক্ষ শ্রমিকদের কথা দেন ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ সবকিছু পরিশোধ করে দেবেন।

সেই অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানায় গিয়ে জানতে পারেন তাদের বেতন-বোনাস ঈদের পর দেওয়া হবে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা হামলা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জুবায়ের হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইটে অ্যাডিশনাল এএসপি তরিকুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।