ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংস বিক্রি করবে ছাত্রলীগ, কেজি ৫৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র মানুষের জন্য ঈদের আগে দুদিন ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে ছাত্রলীগ।

সোম ও মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ মাংস বিক্রি করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

তিনি বলেন, রমজানের প্রথম দিন থেকে আমরা ভর্তুকিতে পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে আসছি। এরই ধারাবাহিকতায় এবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে ঈদের আগে দুদিন ছাত্রলীগ গরুর মাংস বিক্রি করবে। প্রত্যেকে এককেজি করে মাংস কিনতে পারবেন।

ছাত্রলীগ নেতা শোভন আরও জানান, অতীতেও ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। এখনো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।