বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়: রিজভী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৮ এপ্রিল ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়। বিএনপি এখনো আওয়ামী লীগের একমাত্র ভয়ের কারণ। শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা ও হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখতে চাই। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি দল

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশের জন্য কোনো উন্নয়ন করেনি। দেশের মানুষকে বাঁচানোর জন্য কিছু করেনি। বরং উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে পাবনার ঈশ্বরদীর দরিনারিচা এলাকায় জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়: রিজভী

সভায় বক্তারা বলেন, ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতাকর্মী কারাবন্দি। এদের মধ্যে ৯ জনের ফাঁসির আদেশসহ অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরদী বিএনপিকে দুর্বল করতে মিথ্যা মামলা সাজিয়ে নিরপরাধ ৪৭ নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবনযাপন করছেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ওবাইদুর রহমান চন্দন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা ও আনোয়ারুল ইসলাম আনোয়ার, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

শেখ মহসীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।