হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২৪

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে এ মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাসবির শিং হাতে উপহারের মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। এর পরে তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন।

হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বলেন, সীমান্তে দুই বাহিনীর মাঝে সোহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতত্ববোধ বজায় থাকে। বিরাজমান সম্পর্ক যেন আরও জোরদার হয় সে লক্ষ্যেই প্রতিবছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।