স্পিকারে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি, ৩ পিকআপ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১১ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানোয় তিনটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক থেকে পিকআপগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসবাহউল আলম ভূঁইয়া।

স্পিকারে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি, ৩ পিকআপ জব্দ

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পিকআপে বড় স্পিকার লাগিয়ে বিকট শব্দে গান লাগিয়ে কিছু কিশোর নাচানাচি করছিল। এমন অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানে উচালিয়াপাড়া, সৈয়দটুলা ও পাঠনপাড়া থেকে স্পিকারসহ তিনটি পিকআপ জব্দ করা হয়। এসময় কিশোররা পালিয়ে যায়। তিনটি পিকআপ থানা হেফাজতে রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।