ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, গত ৭ মার্চ বিশুতারা গ্রামের নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিমপাড়া বড় বাড়ির আবুল কালামের স্ত্রী ছিলেন। নিহতের ছেলে মন্নাফ মিয়া বাদী হয়ে একই এলাকার ইনসান গ্রুপের ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন এ ঘটনায়।

তিনি আরও বলেন, এ মামলায় বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাদীপক্ষের লোকজন আসামি ধরতে প্রতিপক্ষের বাড়ি ঘেরাও করে। এ নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।