ভৈরবে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন এক হাজার মানুষ
কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন এক হাজার মানুষ। এছাড়া বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়, হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও ওজন পরিমাপ সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) কালিপুর হাই স্কুলে মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হক জুয়েল, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. সেলিম রেজা, গাইনী বিভাগে ডা. নাজমা আক্তার রিপা, সার্জারি বিভাগে ডা. রাহাত মাহমুদ সাদী, চক্ষু বিভাগে ডাক্তার কামরুল হাসান, দন্ত বিভাগে ডাক্তার আতিকুর রহমান ও ডাক্তার আশিক হোসাইন, অর্থোপেডিক্স বিভাগে ডা. অনন্ত হোসাইন, মেডিসিন বিভাগে ডা. মো. আদনান হোসাইন, ডা. কাইয়ুম মিয়া, ডা. মাসুদ রানা, ডা. পিয়াস মাহমুদ ও ডা. হুমায়ূন কবির সেবা প্রধান করেন।

এ বিষয়ে কালিপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি সোহানুর রহমান বলেন, ২০২১ সাল থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি চালু করি। প্রতিবছর ঈদুল ফিতরের পরদিন আয়োজনটি হয়ে থাকে। এতে আমাদের ভৈরবের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। এ বছর আমাদের এখানে ১৩ জন বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেলে অধ্যয়নরত ২০ জন ছাত্র সহকারী হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
ক্যাম্পের আহ্বায়ক ইফতেখার হোসেন অনন্য বলেন, আমরা এক হাজারের বেশি রোগীকে সেবা দিতে পেরেছি। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ধনি-গরীব সবাই আসেন চিকিৎসা নিতে। আমাদের ক্যাম্পেইনে রোগীদের চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং করা হয়েছে।
রাজীবুল হাসান/আরএইচ/এএসএম