গাজীপুরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৩ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় জাকির হোসেন রজবের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতো মাসুদ রানা। সেখানে থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। শনিবারও তিনি অটোরিকশা নিয়ে বের হন। একপর্যায়ে আমবাগ নছের মার্কেট এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তার অটোরিকশার ধাক্কা লাগে।

এ নিয়ে মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশাচালক মাসুদ রানার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন অটোরিকশাচালক মাসুদ রানাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মাসুদ রানাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, মোটরসাইকেল এবং অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশাচালক মাসুদ রানার মধ্যে কথা কাটাকাটি হয়।

তিনি জানান, একপর্যায়ে মাসুদ রানাকে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন পিটিয়ে গুরুতর জখম করে। পরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মাসুদ রানাকে মৃত ঘোষণা করে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএআই/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।