রাজশাহীতে আদিবাসী নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৪

জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলার সভাপতি মুকুল বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে। মুকুল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ ডিসেম্বর মুকুল বিশ্বাসকে ডিবি পুলিশ ৫২০ কেজি চোলাই মদ ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। পরিবার বলছে পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তারা।

রাজশাহীতে আদিবাসী নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগরীর সভাপতি ছোটন সরকার, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় কমিটি সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।