বান্দরবানে তিন ব্যবসায়ী অপহরণ : গ্রেফতার ৪


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৮ এপ্রিল ২০১৬

বান্দরবানের থানচি-আলীকদম সড়কে তিন ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের থানচি থেকে বান্দরবান সদরে আনা হয়। পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয়।

গ্রেফতাররা হলেন-জন ত্রিপুরা (২২), জসিম ত্রিপুরা (২৫) ও জন রবার্ট ত্রিপুরা (২২)। অপরজনের নাম জানাতে পারেনি পুলিশ।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে সকাল থেকে থানচি-আলীকদম এলাকার ২৮ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে দুর্গম এলাকা হওয়ার কারণে একজনকে আটক করা হলেও তাকে থানচি সদরে আনা যাচ্ছে না ।

প্রসঙ্গত, বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে শুক্রবার সকালে তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। তারা হলেন- আবু বক্কর (৪০), আকতার আলী (৩৫) এবং মো. সাহবুদ্দীন (৩২)। তাদের বাড়ি আলীকদম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়। ২৮ কিলোমিটার এলাকায় গরু ক্রয় করতে এসে অপহৃত হয় তিন ব্যবসায়ী।

সৈকত দাশ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।