থানচি-আলীকদম সড়ক থেকে তিন ব্যবসায়ীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

বান্দরবানের থানচি-আলীকদম সড়ক থেকে তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ওই সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে তাদেরকে অস্ত্রের মুখে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন- আবু বক্কর (৪০) আকতার আলী (৩৫) ও মো. সাহবুদ্দীন (৩২)। তাদের বাড়ি আলীকদম উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই তিন ব্যবসায়ী ২৮ কিমি এলাকায় গরু কিনতে যায়। পরে গরু কেনা হয়েছে জানিয়ে আবু বক্কর তার স্বজনদের কাছে ৫০ হাজার টাকা বিকাশে পাঠাতে বলে। স্বজনরা বিকাশে টাকা পাঠানোর পর আবু বক্করের সঙ্গে আবারো ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পায়। পরে বিষয়টি নিকটস্থ থানায় জানায় স্বজনরা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

সৈকত দাশ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।