ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৫


প্রকাশিত: ০৯:২১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আশুগঞ্জ গোলচত্তর এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশ সদস্য মো. মিজান মিয়া (৩৫), প্রাইভেটকারের যাত্রী মারুফুর রহমান (৪২), জসিম (৩০), লিজা (০৫) ও রাইজা (০৬)। যাত্রীদের সবার বাড়ি হবিগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ ৩৫-৮৩৪৯) সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্তর এলাকায় ঢুকে পড়ে। এ সময় গোলচত্বরের ভিতরে থাকা পুলিশ সদস্য মিজান মিয়াকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা একই পরিবারের চার সদস্যসহ মিজান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।