ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৯ এপ্রিল ২০২৪
রায়হান মিয়ার নিহতের ঘটনায় কান্না করছেন স্ত্রী-সন্তানরা

ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার (৩৫)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলগেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রায়হান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে।

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। এ ঘটনায় ইকরা জাহান ইফতি (৮) নামের তার এক মেয়ে গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়হান মিয়া চাকরির সুবাদে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতেন। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন তিনি। রাতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছান।

সেখানে পরিবার নিয়ে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। খাওয়া শেষে রিকশায় করে পুনিয়াউটে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে গেট খোলা থাকায় তাদের রিকশা রেল ক্রসিংয়ের দিয়ে পাড় হতে থাকে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘নোয়াখালী মেইল’ ট্রেনটি তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রায়হান ও তার এক মেয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে তার স্ত্রী ও সন্তানরা অক্ষত আছেন। ঘটনার পর রিকশাচালক পালিয়ে যান।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ওই রেল ক্রসিংয়ের গেটম্যানের বিষয়ে রিপোর্ট দেবো। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।