বান্দরবানে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:০২ এএম, ১৮ এপ্রিল ২০১৬

বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলীকদম উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আবু বক্কর (৪০), আকতার আলী (৩৫) এবং মো. সাহবুদ্দীন (৩২)।

এর আগে শুক্রবার বিকেলে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহৃত তিন গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ করা হয়েছে। আর অপহরণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সৈকত দাস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।