পঞ্চগড়ে ডিসির গাড়ি ভাঙচুর, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ এপ্রিল ২০২৪
বড় একটি পাথর নিক্ষেপ করলে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়

পঞ্চগড়ে অফিসের সামনে রাখা জেলা প্রশাসকের সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু জাফর (২৭) নামের এক এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে বড় আকারের পাথর দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন ওই যুবক।

আটক আবু জাফর পঞ্চগড় সদরের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের শামসুদ্দিন আহমদের ছেলে

পুলিশ জানায়, জেলা প্রশাসকের সরকারি জিপ পাজেরো স্পোর্টস গাড়িটির সামনের গ্লাস পাথরের আঘাতে ভেঙে দেন আবু জাফর। তবে তিনি কী কারণে গাড়ি ভাঙচুর করেছেন তা জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।

এ নিয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

তবে সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহাম্মেদ বলেন, অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে।

সফিকুল আলম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।