তিস্তা ব্যারাজ এলাকায় বাসদের পথসভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

ঢাকা থেকে হওয়া তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রোডমার্চ মঙ্গলবার তিস্তা ব্যারাজ এলাকায় পৌছায়। এখানে পথসভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজ এলাকায় রোডমার্চ পৌঁছায়। পরে সাড়ে ৫টার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার দিকে রোডমার্চ রওনা করে।

তিস্তা ব্যারাজ এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, রংপুর বিভাগের সমন্বয়ক আব্দুল কুদ্দুস ও বাসদ বগুড়া জেলার সদস্য সচিব দিলরুবা নূরীসহ প্রমুখ।

পথসভায় বাসদ নেতারা বলেন, ভারত ৫৪টি নদীর উজানে বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে পানি প্রত্যাহার করায় সব নদীতে পানির প্রবাহ কমে গেছে। ফলে তিস্তা এখন মরা খালে পরিণত হয়েছে। দুই দেশের সরকার উচ্চ পর্যায়ে বৈঠক করেও আজও তিস্তার পানি বন্টনের চুক্তি হয়নি।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, তিস্তাসহ ৫৪টি নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে আমরা রোডমার্চ শুরু করেছি। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার উজানে ভারত গজলডোবায় বাঁধ দেওয়ায় শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে তিস্তা নদী। খরা মৌসুমে আসতে না আসতেই পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে কখনও ৫০০ কিউসেকের নিচে নেমে যায়। ৫৩ বছরেও কোন রাজনৈতিক দল তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। তাই আমরা রাজনৈতিক দল, তিস্তা পাড়ের মানুষ, কৃষকদের নিয়ে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ে মাঠে নেমেছি। এ দাবি বাস্তবায়নে সকলের অংশ নেওয়া উচিত।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুর শাপলা চত্বরে সমাবেশ শেষে বিকেলে তিস্তা ব্যারাজ এলাকায় আসে রোডমার্চটি।

রবিউল হাসান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।