রোদে দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ, শরবত নিয়ে গেলেন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

নোয়াখালীতে কড়া রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসময় তাদের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকায় এসব পানীয় বিতরণ করা হয়। এসময় পথচারী, চালক ও শ্রমজীবী মানুষের মধ্যেও বিতরণ করা হয় পানীয়।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, তীব্র গরমের মধ্যেও খোলা আকাশের নিচে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা যানজট নিরসনে ও মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছেন। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা হিট স্ট্রোকসহ পানিশূন্যতা, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন। তাদের মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করেছি মাত্র।

জসিম উদ্দিন নামের ট্রাফিক পুলিশের একজন সদস্য জাগো নিউজকে বলেন, ‌‘রোদ, বৃষ্টি, গরমে আমাদের দায়িত্ব পালন করতে হয়। দায়িত্বে অবহেলা করলে সাধারণ জনগণের চলাচলে অসুবিধা হবে। প্রচণ্ড গরমে পুলিশ সুপার স্যার আমাদের খবর নিয়েছেন। ঠান্ডা পানি-শরবত পান করালেন। আমরা এতে অনেক খুশি।’

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সিরাজুদ্দৌলার জাগো নিউজকে বলেন, ‘পুলিশ সুপার স্যার দাবদাহে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশদের খোঁজখবর নিয়েছেন। এতে যত কষ্টই হোক, তাদের কাজের মনোবল বেড়ে যাবে।’

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীবসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।