মায়ের সঙ্গে গোসল করতে যাওয়ার বায়না, নদীতে ডুবে মারা গেলো শিশু
চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে রিয়া মনি (৫) নামের এক শিশু ডুবে মারা গেছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে দর্শনা জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিয়া একই গ্রামের কাঁচমত আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রিয়া মনি মায়ের সঙ্গে নদীতে গোসল করতে যাবে বলে বায়না ধরে। পরে তার মা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নিয়ে যান। গোসল করার সময় অসাবধানতাবশত শিশু রিয়া পানিতে ডুবে যায়। পরে মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হুসাইন মালিক/এসআর/জিকেএস