ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৭ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই এলাকার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

তারা হলেন- মনির, সাগর, ইমরান, শ্রাবন্ত ও দিগন্ত। এদের মধ্যে গুরুতর আহত সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের কমলপুর এলাকার ট্রমা সেন্টার হাসপাতাল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের কমলপুর শেখবাড়ির রইছ মিয়ার ছেলে সাগর ও একই এলাকার ছুন্নু মিয়ার ছেলে শ্রাবন্ত ও দিগন্তের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন।

স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দিলেও আধাঘণ্টা পর আবারও তারা মারামারি করেন। এরপর স্থানীয়রা ঘটনার মীমাংসা করে দেন। এর ঘণ্টাখানেক যেতে না যেতেই দুই পক্ষ দা, বল্লম, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের পাঁচজন আহত হন।

স্থানীয় বাসিন্দা কালু মিয়া ও রুনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে সাধারণ মানুষের বাড়িঘরে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। কিছু বাড়িঘর ভাঙচুরও করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামােই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।