নড়াইলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আটক ২৭


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৯ এপ্রিল ২০১৬

নড়াইলের বাঐসোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উভয়পক্ষের ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে ঘটনার সময় ১৭ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে জানিয়েছেন নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়াদুল হক। তিনি আরও জানান, দুই পক্ষের হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল গোলাম ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে নড়াইলের বাঐসোনা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফোরকান মোল্যা এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষ থামাতে গেলে উভয় পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ কনস্টেবল গোলাম ফারুক গুরুতর আহত হন। এ সময় পুলিশ ১৭ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।