উপজেলা নির্বাচনে কঠোর থাকবে কমিশন: ইসি আলমগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে কঠোর থাকবে কমিশন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবধরনের প্রচেষ্টা থাকবে।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাচনে কঠোর থাকবে কমিশন: ইসি আলমগীর

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভোটারের উপস্থিতি সন্তোষজনক হবে এটা আশা আমাদের।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।