ভৈরবে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে কৃষি খাতে উন্নয়ন সহায়তার অংশ হিসেবে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ধান কাটার কম্বাইন হারবেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় তিন কৃষকের হাতে কম্বাইন হারবেস্টার তুলে দেন উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কৃষি অফিসার আস্রাফ আলী ভূঁইয়া, উদ্ভিদ সংরক্ষক অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মচারী-কর্মকর্তারা।

ভৈরবে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কৃষক ও উদ্যোক্তা সেলিম মিয়া, মাহতাব মিয়া ও গজারিয়া ইউনিয়নের তৌহিদ মিয়াকে হারবেস্টার বিতরণ করা হয়। প্রতিটি হারবেস্টারের মূল্য ৩৯ লাখ টাকা। এই টাকার মধ্যে সরকার ভর্তুকি মূল্য ২২ লাখ টাকা ও কৃষক ১৭ লাখ টাকা পরিশোধ করবেন।

স্থানীয় কৃষক সেলিম মিয়া, মাহতাব মিয়া ও তৌহিদ মিয়া জানান, কম্বাইন হারবেস্টার কৃষকদের কাছে আশার আলো জাগিয়েছে। এই মেশিনে স্বল্প খরচে ও কম সময়ে আমরা কৃষকদের উৎপাদিত জমির ধান কেটে তাদের গোলায় তুলতে পারি। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম জাগো নিউজকে বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নে সরকার ভর্তুকি দিচ্ছে। আগামী মাসের শুরু থেকে দেশে ঘূর্ণিঝড় ও বৃষ্টির হতে পারে। এতে ভৈরবের কৃষকদের যেন ধরনের ক্ষতি না হয়, সেজন্যই সকল কৃষকদের সর্তক থাকার জন্য বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কৃষকরা যেন তাদের ধান ঘরে তুলতে পারে এজন্য আজ তিন কৃষককে তিনটি কম্বাইন্ড হারবেস্টার বিতরণ করা হয়েছে। আরও তিনটি কম্বাইন্ড হারবেস্টার শীঘ্রই বিতরণ করা হবে।

রাজীবুল হাসান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।