জুয়ার আসর থেকে স্কুলশিক্ষকসহ আটক ৮
লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ীতে জুয়ার আসর থেকে মিলন চন্দ্র নামে স্কুলশিক্ষকসহ আট যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে আটকদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ভেলাবাড়ী ফলিমারী বাজারে দোকানঘরে জুয়ার সামগ্রী ও নগদ ১০ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, ফলিমারী এলাকার কালু চন্দ্রের ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মুকুল চন্দ্র (৩৮), একই এলাকার মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ধর্মকান্ত রায় (৩৫), কালিদাস চন্দ্রের ছেলে তারকচন্দ্র (৪৫), হলধর চন্দ্রের ছেলে সত্যজিৎ রায় (২৫), রুস্তম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), বীরেন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র (৩০), হাসান আলীর ছেলে কামাল হোসেন (২৫), ও তালুক দুলালী এলাকার নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়া (৩৫)।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জাগো নিউজকে বলেন, মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এক স্কুলশিক্ষকসহ আট জুয়াড়িকে আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিউল হাসান/এনআইবি/এএসএম