গাইবান্ধায় প্রতীক বরাদ্দ সম্পন্ন


প্রকাশিত: ০২:৩৪ এএম, ২০ এপ্রিল ২০১৬

চতুর্থ দফা ইউপি নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও সাদুল্যাপুরের ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারদের কাছে এসে তাদের পছন্দ মাফিক প্রতীক বরাদ্দ নেন। কোনো নির্দিষ্ট প্রতীকের ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকলে সেক্ষেত্রে মীমাংসার মাধ্যমে বরাদ্দ দেয়া হয়।

গাইবান্ধা সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১০১ ও সাধারণ সদস্য পদে ২৭৯ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। অপরদিকে, সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ ও সাধারণ সদস্য পদে ৪৫৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।