রাজশাহীতে জাল ভোট দিয়ে ফেসবুকে ভিডিও, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৮ মে ২০২৪

রাজশাহীর গোদাগাড়িতে জাল ভোট দিয়ে ভিডিও ফেসবুকে প্রকাশ করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ মে) বিকেলে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম হামিম। তিনি গোদাগাড়ি উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামিমসহ আরও একজন কেন্দ্রে একসঙ্গে প্রবেশ করেছিলেন। তাদের একটি ভিডিও ভাইরাল হয়। পরে একজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।