কুষ্টিয়ায় আ.লীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২০ এপ্রিল ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফরসহ ১৮ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান লিখিত বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তবে এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর সাংবাদিকদের বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কোনো প্রমাণ দেখাতে পারবে না। এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। এধরনের বহিষ্কার গঠনতন্ত্র বিরোধী।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।