প্রতীক্ষার অবসান, নীলফামারীতে নামলো বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ মে ২০২৪

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। টানা খরার পর নীলফামারীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। প্রথমে গুঁড়ি গুঁড়ি, পরে মুষলধারে শুরু হয় বৃষ্টি। এতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি নামে।

প্রতীক্ষার অবসান, নীলফামারীতে নামলো বৃষ্টি

টানা খরায় পুড়ছিল কৃষকের ফসল। শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল ধানক্ষেত। এরমধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও নীলফামারীতে ছিল না বৃষ্টির দেখা। বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন নীলফামারীর মানুষ। অবশেষ বৃষ্টিতে প্রাণ ও প্রকৃতিতে ফিরেছে সজীবতা।

মধু ইসলাম নামের একজন কৃষক জাগো নিউজকে বলেন, ‘দুই বিঘা জমির ভুট্টা তুলছি। তবে বৃষ্টিতে সব ভিজে গেছে। ক্ষতি হলেও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে।’

প্রতীক্ষার অবসান, নীলফামারীতে নামলো বৃষ্টি

কৃষক মিজানুর রহমান বলেন, ধানের জমিতে প্রতিদিন সেচ দিয়েও পানি থাকছে না। বৃষ্টির পানিতে এবার উপকার হবে।

সৈয়দপুর আবহওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লোকমান হোসেন জাগো নিউজকে বলেন, রাতে পুরা জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মে মাসজুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না। তবে তাপপ্রবাহ কমে যাবে। এতে কিছুটা স্বস্তি ফিরবে।

ইব্রাহিম সুজন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।