উপজেলা নির্বাচন

ডোমারে ফল ঘোষণার সময় হামলার ঘটনায় মামলা, আসামি ৭০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১০ মে ২০২৪

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ফল ঘোষণার সময় হামলার ঘটনায় মামলা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীন আলি। মামলায় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলা পরিষদের হল রুমে ফল ঘোষণার সময় পরাজিত আনারস প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদের ছোট ভাই মনজুর আহমেদ ডনের নেতৃত্বে চেয়ার, টেবিল, দরজা–জানালাসহ আসবাবপত্র ভাঙচুর এবং বিজয়ী প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে রাত সাড়ে ১১টার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই আলম ফল ঘোষণা করেন। ফল ঘোষণার শেষ মুহূর্তে পরাজিত প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকে আবারও হট্টগোলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহশীন আলী জাগো নিউজকে বলেন, ঘটনার পর রাতেই মামলা হয়েছে। নির্বাচন অফিসের অফিস সহকারী মামলাটি করেছেন। মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আমরা সব কিছু তদন্ত করছি। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
ইব্রাহিম সুজন/এএইচ

আইএস/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।